Good Morning Bengali SMS


০১.
​" আজ না " বলে কোনো কাজ ফেলে রাখবে না...আজকের সময়টা তুমি কাল আর ফেরত পাবে না..সুপ্রভাত..
০২.
"আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো॥"
সুপ্রভাত...
০৩.
"কালো রাতি গেল ঘুচে
আলো তারে দিল মুছে"
 -রবীন্দ্রনাথ ঠাকুর
সুপ্রভাত....
০৪.
"সকাল বেলার সোনালী আলো\" \"আজ মনটা অনেক ভালো\" \"কিচির মিচির ডাকছে পাখি\" \"খুলে দেখো দুটি আঁখি\" \"শুভ হোক আজকের দিন\" \"জানাই তোমায়\" ..গুড মর্নিং..
০৫.
"হার মেনে নেওয়ার নাম জীবন নয় ।লড়াই করে বেঁচে থাকার নামই জীবন "
শুভ সকাল .
০৬.
♣→ শিশির ভেজা দুর্বা ঘাসে, ←♣ ♣→ শিশির কনা বলছে হেসে। ←♣ ♣→ এসে পড়েছে হিমেল রাত, ←♣ ♣→ জানাই তোমাদের সুপ্রভাত। ←♣
০৭.
অাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ।
মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ।
কি করি কি করি ভেবে নাহি পাই,
শেষে পড়ল মনে অামিতো বিয়েই করি নাই।
সকল বন্ধুদের কে জানাই নতুন দিনের শুভেচ্ছা
সুপ্রভাত...
০৮.
অচেনা তুমি,অচেনা আমি দেওয়ার কিছুই নেই আছে শুধু sms , দিচ্ছি আমি তাই.. দুষ্টু হাতে লিখছি মেসেজ, মিষ্টি মুখে পড়, আমার কথা পড়লে মনে একটা মেসেজ করো!!
সুপ্রভাত...
০৯.
অপরুপ এই নীরব ভোরে,
তুমি আছো অনেক দূরে.
পাখি ডাকে মধুর সুরে,
মনটা যেন হাওয়ায় ওড়ে.
নয়তো দুপুর,নয়তো বিকাল,
তোমাকে জানাই শুভ সকাল...
১০.
আকাশ ভরা স্বপ্ন নিয়ে বাঁধব সুখের ঘর,
থাকব শুধু তুমি আমি,বাকি সবাই পর..
স্বপ্ন আমার বাঁচার আশা,স্বপ্ন তোমার ভালবাসা,
বাসব ভালো দুজন দুজনকে,বাসব জীবনভর
১১.
আকাশে যখন সূর্য ওঠে
পাখিরা গান গায়,
ফুলেরা তাদের পাপড়ি মেলে
প্রজাপতিকে চায়।
তোমায় ছাড়া দুচোখ আমার
কিছুই ভাবতে না চায়,
তোমাকে সে রাখতে চায়
তার দুটি পাতায়।
_*-*_সুপ্রভাত_*-*_
১২.
আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমাদের জন্য রইলো \"শুভ কামনা\"..... \"গুড মর্নিং\"
১৩.
আঘাত না পেলে কোনোদিন সাহসী হতে পারবে না..
ভুল না করলে কোনোদিন শিখতে পারবে না...
আর ব্যর্থ না হলে কোনোদিন সফল হতে পারবে না...
সুপ্রভাত...
১৪.
আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম-হিম শীতে শরীরটা কাপছে। রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে। কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে। গুড মর্নিং।
১৫.
আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে। প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। সুপ্রভাত।
১৬.
আজ সকলে ঘুম থেকে উঠেই আমি ঈশ্বরের দেওয়া দুটো উপহার খুলেছি...
সেই দুটি হলো আমার চোখ...
সুপ্রভাত...
১৭.
আজকের সকাল বন্ধু
তোর আর আমার,
এইতো সময় হালকা কুয়াশায়
হারিয়ে যাবার।
সকাল বেলার একটু শিশিরবিন্দু,
বলে দিল তুই আমার খুব কাছের বন্ধু।
সুপ্রভাত বন্ধু
১৮.
আজকের সকালটা আমায় ডেকে বলল--তোমার ভালবাসার মানুষকে জাগাও
সে তো এখনো ঘুমিয়ে আছে।
আমি ভাবলাম আমার ভালবাসার মানুষ কে ?
তখন মনে পড়ল সে আমায় তোমার কথা বলছে।
!-:শুভ সকাল পাগলি:-!
১৯.
আজকের সুবিচার:
কখনো এমন কাউকে মিথ্যে বোলো না যে তোমাকে বিশ্বাস করে,আর কখনও এমন কাউকে বিশ্বাস কোরো না যে তোমাকে মিথ্যে বলে...
সুপ্রভাত...
২০.
আজকের সুবিচার:
যারা তোমার দরকারে নিজেদের রোজকারের কাজের মধ্যেও সময় বের করতে পারে,তাদের সম্মান করো;
কিন্তু যারা তোমার দরকারে নিজেদের কাজ ভুলে গিয়ে তোমায় সাহায্য করে,তাদেরকে কখনো হারিও না জীবন থেকে!
সুপ্রভাত....
২১.
আজকের সুবিচার:
যদি তুমি সত্যি কথা বলো, তাহলে তা তোমার অতীত হয়ে থাকবে, আর যদি তুমি মিথ্যে বলো, তা তোমার ভবিষ্যতের সাথে জুড়ে যাবে...
পছন্দটা তোমার...
সুপ্রভাত...
২২.
আজকের সুবিচার:
রাগ এমন একটা অনুভুতি যা তোমার জিভকে মনের চেয়ে বেশি জোরে চলতে বাধ্য করে...
সুপ্রভাত..
২৩.
আপনি যদি সঠিক হন,
তাহলে রেগে যাওয়ার কোনো দরকার নেই...
আর যদি আপনি ভুল হন,
তাহলে রেগে যাওয়ার কোনো অধিকার নেই..
সুপ্রভাত...
২৪.
আবেগ হল মনের সাময়িক ভারসাম্যহীন অবস্থা... তাকে তোমার মনের চিরকালীন বদল ঘটাতে দিও না কখনো!
সুপ্রভাত...
২৫.
আমাদের জীবনের বিশেষ মানুষেরা পৃথিবীর সকল ঐশ্বর্যের চেয়েও মূল্যবান হয়..আমরা তাই যত দুরেই থাকি না কেন তাদের স্মৃতি আমাদের মনে হীরের মতন উজ্জ্বল হয়ে থাকে..
শুভ রাত্রি
২৬.
আমাদের প্রত্যেকের ছোটখাটো বদলগুলোই একদিন সমাজের বড় বদল হয়ে দেখা দিতে পারে...
সুপ্রভাত....
২৭.
আমাদের বালিশগুলো যদি এতটা উন্নত হত যে আমাদের রাতে দেখা প্রত্যেকটা স্বপ্ন কে এক এক করে সংগ্রহ করে রাখতে পারত...আর সকালে উঠে আমরা ল্যাপটপ এ প্লাগ ইন করলেই সেই সমস্ত স্বপ্নগুলো আবার দেখতে পেতাম, তাহলে কত ভালো হত তাই না?
সুপ্রভাত..
২৮.
আমাদের স্বপ্ন যত বিশাল হবে,
উচ্চাকাঙ্খা হবে যত উঁচু
আর অধ্যাবসায় হবে যত গভীর,
আমরা তত বেশী দ্রুতগতিতে এগিয়ে যাব সাফল্যের দিকে...
সুপ্রভাত....
২৯.
আমার এটা ভাবতে ভালো লাগে যে এই পৃথিবীতে এমন একজন আছে যার কাছে আমিই তার পৃথিবী...
সুপ্রভাত সোনা....
৩০.
আমার রাতের সূর্যোদয় তো তখন হয় যখন আমি তোমাকে দেখি...
সুপ্রভাত...
Good Morning Bengali SMS Good Morning Bengali SMS Reviewed by SGMoviesHD on May 26, 2018 Rating: 5

No comments:

Theme images by merrymoonmary. Powered by Blogger.