দেখতেই যদি হয়, শুভশ্রীকে মন দিন ভাস্বতী ঘোষ খাঁটি প্রেমের গপ্পো। এ সব গল্পের টুকরো-টুকরো মুহূর্ত এমন কষতে পারেন রাজ চক্রবর্তী যে রান্না নামলে ম-ম গন্ধ বের হয়। রাজ যখন সেই ঘরানা থেকে সরে যান, ছবি মুখ থুবড়ে পড়ে। তখন আবার সেই পুরোনো অস্ত্রে শান দিয়ে রাজ ফেরার চেষ্টা করেন। যেমন অনেকটাই ফিরলেন ‘পরিণীতা’-তে। এ ছবিতে মেহুল (শুভশ্রী) পাড়ার পাশের বাড়ির বাবাইয়ের (ঋত্বিক) প্রেমে পড়ে। যদিও উত্তর কলকাতায় দুই বিনুনি করা, ফ্রক পরা মেয়েরা যতটা লম্বা ফ্রক পরে ঘরে, তার চেয়ে শুভশ্রী এক-একসময় একটু কম লম্বা ফ্রক পরেছেন। তবে সেটা বাদ দিলে এই একতরফা লাভস্টোরির বাকিটুকু বাস্তব ছুঁতে সক্ষম। এর পর বাবাইয়ের মৃত্যু। কেন? উত্তর দ্বিতীয় ভাগে। কিন্তু ছবির প্রথম ভাগ যেমন তরতর করে এগোচ্ছিল, দ্বিতীয় ভাগে চিত্রনাট্য মাঝেসাঝে গতি হারিয়েছে। বসের পারফিউমের ওপর যে দুর্বলতা, সেটাই বা কী ভাবে শুভশ্রী জানলেন? রাজের ব্যাট ছুঁয়ে বল বাউন্ডারি লাইন পেরোবে এমন আশা জাগিয়েও যে বাউন্ডারি লাইনের কাছাকাছি মাঠের মধ্যে পড়ল। ছবির প্রধান দু’টো গান চিত্রনাট্যের সঙ্গে বেশ মানানসই। অনেক দৃশ্য যত্ন করে শুট করা। কে কেমন অভিনয়ে? ঋত্বিকের এ ছবিতে খুব কিছু করার ছিল বলে মনে হয়নি। আদ্রিত সম্ভাবনাময়। আসলে এ ছবি শুভশ্রীর চরিত্রকে ঘিরে তৈরি করা। সে কাজে রাজ প্রেম নিংড়ে দিয়েছেন। তাই দেখতেই যদি হয়, শুভশ্রীকে দু’চোখ ভরে দেখুন।
from Movie Review in Bengali, চলচ্চিত্র পরিদর্শন, Bangla Movie Review, Bollywood Film Rating https://ift.tt/313JkvP
পরিণীতা
Reviewed by SGMoviesHD
on
September 07, 2019
Rating:
No comments: