![](https://eisamay.indiatimes.com/photo/71022029/photo-71022029.jpg)
না দেখলে মিস করবেন শতরূপা বসু ফেল করা কাকে বলে? যে ক্লাসে ফেল করে, তাকে? যে তার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়, তাকে? আজকের এই সমাজে সবাই অন্যকে মাপে তার সাফল্য দিয়ে। কী সেই সাফল্য? জয়েন্ট এনট্রান্সে চান্স পাওয়া? অনেক বড় চাকরি, অনেক বেশি টাকা? মানে অনেক টাকা কামালেই সে সফল? আর জয়েন্ট এন্ট্রান্সে চান্স না পেলেই সে ফেল? না কি চেষ্টাটাই আসল? এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে ‘ছিছোরে’। উচ্চপদস্থ পদে চাকরি করা সুশান্ত সিং রাজপুতের ছেলে ক্লাস ১২ পাশ করে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে। তার মা (শ্রদ্ধা কাপুর) তার বাবার থেকে আলাদা থাকে। ছেলেটি থাকে তার বাবার সঙ্গে। পরীক্ষার ফলাফলের দিন রেজাল্ট দেখতে গিয়ে দেখে সে চান্স পায়নি। উঁচুতলার বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ভর্তি হয় আইসিইউ-তে। ছেলের মৃত্যুর মুখে দাঁড়িয়ে এ বার কী করবে বাবা-মা? এক অভিনব উপায় বের করে তার বাবা। হাসপাতালের বিছানায় নাকে নল নিয়ে ছেলে যখন অচেতন, তার বাবা শুরু করে এক গল্প। তার কলেজের হস্টেল জীবনের গল্প। যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ত সে এবং শ্রদ্ধা। যেখানে তাকে এবং তার সঙ্গীদের বলা হত ‘লুজার্স’। কারণ তারা থাকত সব থেকে খারাপ হস্টেলে, কোনও কাজ পারত না এবং বছরের অ্যানুয়াল খেলার চ্যাম্পিয়ানশিপে অবধারিতভাবে হেরে যেত। সুশান্ত এবং তার সঙ্গীরা একবার শেষ চেষ্টা করে। তারা কি জেতে? তাদের ‘লুজার্স’ তকমা কি ঘোচে? গল্প শেষে সুশান্ত-শ্রদ্ধার ছেলে কি বেঁচে ওঠে? এক কথায় একটি অসাধারণ ছবি। না দেখলে মিস করবেন।
from Movie Review in Bengali, চলচ্চিত্র পরিদর্শন, Bangla Movie Review, Bollywood Film Rating https://ift.tt/2PQegP2
ছিছোরে
Reviewed by SGMoviesHD
on
September 07, 2019
Rating:
No comments: