Higher Secondary 2018 Geography Suggestion



উচ্চ মাধ্যমিক ২০১৮ ভূগোল সাজেশন

Higher Secondary 2018 Geography Suggestion
Date of Exam : 7th April, 2018
=======================================================================
Part-A (35 Marks)
1. টম্বোলা ও পর্যায়ন কাকে বলে? চিত্রসহ বিভিন্ন প্রকার তটভূমির পরিচয় দিও।
2. ভাদোস স্তর কাকে বলে? স্ট্যালকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য লেখো।
3. সার্ফ কী? অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর মধ্যে পার্থক্য লেখো। নগ্নীভবন কী?
4. সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে-কোনো চারটি ভূমিরূপের চিত্রসহ বর্ননা দাও।গিজার কিভাবে গড়ে ওঠে?
5. পার্থক্য লেখো : সামুদ্রিক বাঁধ ও স্পিট, সোয়াশ ও ব্যাকোয়াশ। প্রস্রবণমালা বলতে কী বোঝায়?
6. নদীর ক্ষয়চক্রের নিয়ন্ত্রক গুলি কী কী এবং ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝায়? ‘স্বাভাবিক ক্ষয়চক্র’ তত্ত্বটি ব্যাখ্যা করো।
7. নদীর পুনর্যৌবন লাভের কারণ গুলি আলোচনা করো। পুনর্যৌবন লাভের ফলে প্রধান ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো।
8. পার্থক্য লেখো : মোনডনক্ ও ইনসেলবার্জ। ডেভিস-এর শুষ্কতার ক্ষয়চক্রের যৌবন অবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
9. অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় কেন? ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝায়?
10. চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। পরবর্তী নদী কাকে বলে?
11. পার্থক্য লেখো : জাফরিরূপী জলনির্গম প্রণালী ও আয়তকার জল নির্গম প্রণালী, কেন্দ্রবিমুখ ও কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী।
12. জলনির্গম প্রণালীর সাথে তার নীচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো।
13. বিপরা নদী কী? পিনেট জলনির্গম প্রণালী কী? জলনির্গম প্রণালীর প্রধান নিয়ন্ত্রক গুলি কী কী?
14. ‘মৃত্তিকা পরিলেখ’ কাকে বলে? কিভাবে পডজল মাটি সৃষ্টি হয়?
15. মাটি সৃষ্টিতে আবহবিকারের / আদি শিলার / জলবায়ুর অবদান আলোচনা করো।
16. পার্থক্য লেখো : এলুভিয়েশন ও ইলুভিয়েশন, পেডোক্রোমিক ও লিথোক্রোমিক, মাটির স্তর ও পরিলেখ, পেডালফার ও পেডোক্যাল।
17. এল-নিনো উৎপত্তির কারন ব্যখ্যা করো । ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখো।
18. বিশ্ব উষ্ণায়ন / ওজন স্তর হ্রাস এর প্রভাব আলোচনা করো।
19. ওয়াকার সংবহন কাকে বলে? টর্নেডো কাকে বলে? স্কোয়োফাইট কী?
20. ত্রিকোশীয় সংবহন মডেল আলোচনা করো। জেট বায়ুর শ্রেণী বিভাগ করো।
21. মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির কারন আলোচনা করো।
22. পার্থক্য লেখো : আলোকপ্রিয় উদ্ভিদ ও ছায়াপ্রিয় উদ্ভিদ, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এল-নিনো ও লা-নিনো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় কেন?
** To download to download the complete Higher Secondary 2018 Geography suggestion Click Here.
Higher Secondary 2018 Geography Suggestion Higher Secondary 2018 Geography Suggestion Reviewed by SGMoviesHD on May 28, 2018 Rating: 5

No comments:

Theme images by merrymoonmary. Powered by Blogger.