Madhyamik 2018 Bengali Suggestion




মাধ্যমিক ২০১৮ বাংলা সাজেশন

Madhyamik 2018 Bengali Suggestion
Date of Exam, 12th March, 2018
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জ্ঞানচক্ষু
১. এই গল্পে কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে?
২. কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? কোন বিষয়ে তার সন্দেহ ছিল?
৩. “রত্নের মূল্য জহুরির কাছেই” – উক্তিটির অর্থ বিশ্লেষণ করো।
৪. তপনের লেখা কোন পত্রিকায় ছাপা হয়েছিল? তপন রাত দিন কি কথা ভাবছে?
৫. লেখক সম্পর্কে তপনের প্রাথমিক ধারণার পরিচয় দাও। সেই ধারণার কিভাবে পরিবর্তন ঘটে?
৬. ‘জ্ঞানচক্ষু’ গল্পে, তপনের কিভাবে জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছে – আলোচনা করো। / ‘জ্ঞানচক্ষু’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
৭. এই গল্প অবলম্বনে ‘তপনের’ চরিত্র বিশ্লেষণ করো।
বহুরূপী
১. সপ্তাহে কতবার বহুরূপী সেজে হরিদা রের হন?
২. হরিদার কোন ভুল অদৃষ্ট ক্ষমা করবে না?
৩. হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী?
৪. হরিদার ঘরে কারা, কখন আড্ডা দিতেন?
৫. সন্ন্যাসী, জগদীশ বাবুর বাড়িতে কতদিন ছিলেন?
পথের দাবী
১. নিমাই এর সম্মুখে কাকে হাজির করা হলো? তাকে হাজির করার উদ্দেশ্যে কী?
২. গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে ও পকেট থেকে কী বের হয়েছিল?
৩. গিরিশ মহাপাত্রের বেশভূষা কেমন ছিল?
৪. “একদিন সনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন” – কে, কাকে, কি কারণে অনুরোধ করেছিলেন?
৫. ‘পথের দাবী’ গল্পাংশে অপূর্ব / সব্যসাচী চরিত্র বিশ্লেষণ করো।
অদল বদল
১. “ইসবের মেজাজ চড়ে গেল” – ইসব কে? তার মেজাজ চড়ে গেল কেন?
২. এই গল্প অবলম্বনে ইসবের চরিত্র / অমৃত চরিত্র আলোচনা করো।
৩. পান্নালাল প্যাটেলের লেখা ‘অদল বদল’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
৩. কার কোন গল্প শোনার জন্য পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়ে ছিল? গল্পটি সংক্ষেপে লেখো। এই গল্প গ্রাম প্রধানের কানে যাওয়ার ফলে কী ঘটল?
৪. “ওরা ভয়ে কাঠ হয়ে গেল” – কাদের কথা বলা হয়েছে? ভয়ে কাঠ হওয়ার কারণ কী?
নদীর বিদ্রোহ
১. স্টেশন থেকে নদীর ওপরকার ব্রীজের দুরত্ব কত? নদেরচাঁদ কী কৈফিয়ত দিয়েছিল?
২. এই গল্পে ‘নদেরচাঁদ’ – এর চরিত্র আলোচনা করো।
৩. কত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদেরচাঁদকে পিষে দিয়েছিল?
৪. নদেরচাঁদ স্তম্ভিত হয়ে গেল কেন?
অসুখী একজন
১. দেবতাদের ‘শান্ত হলুদ’ বলা হয়েছে কেন?
২. “বৃষ্টিতে ধুয়ে…… রাস্তায়” – বক্তা কার প্রতি কখন এই উক্তি করেছেন? এই উক্তির তাৎপর্য লেখ।
৩. “রক্তের একটা কালো দাগ” – উক্তিটির মর্মার্থ ব্যাখ্যা করো।
৪. শহরে কী কী ছড়িয়ে রইল?
৫. হাজার বছর ধরে কে ধ্যানে ডুবে ছিল? মেয়েটির মৃত্যু হল না কেন?
আয় আরো বেঁধে বেঁধে থাকি
১. কাছে ও দূরে কী ছড়ানো রয়েছে? ‘আমাদের পথ নেই’ বলার কারণ কী?
২. “আমদের ইতিহাস নেই”- উক্তিটির তাৎপর্য বিচার করো।
৩. কবি কেন বলেছেন যে ‘আমার ভিখারি বারোমাস’?
৪. ‘হিমানীর বাঁধ’ কী?
৫. এই কবিতায় জীবনের যে বিপন্নতার পরিচয় পাওয়া গিয়েছে তা আলোচনা করো।
আফ্রিকা
১. “অশুভ ধ্বনিতে……. অন্তিমকাল” – কারা, কখন দিনের অন্তিমকাল ঘোষণা করলো।
২. সভ্যতার শেষ পুন্যবাণী টি কি?
৩. “চিরচিহ্ন দিয়ে গেল……. ইতিহাসে” – উক্তিটির তাৎপর্য বিচার করো।
৪. ‘আফ্রিকা’ কবিতার বিষয়বস্তু আলোচনা করো।
অভিষেক
১. ‘অভিষেক’ কবিতা অবলম্বনে মেঘনাদ চরিত্র বর্ননা করো।
২. “হেনকালে তথা / দ্রুতগতি…… রথী” – মেঘনাদ কোন সময়ে, কোথায় উপস্থিত হল? সেখানে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ।
৩. এই কবিতায় কার, কোন পদে অভিষেক হয়েছিল? কেন তাঁর এই অভিষেক?
৪. রাবন কেন মেঘনাদ কে যুদ্ধে পাঠাতে চাইছিলেন না?
প্রলয়োল্লাস
১. নৃত্যপাগল কোন ছন্দে আসে? ঝামার কিভাবে গগন দোলায়?
২. এই কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারন হয়ে উঠেছে তা আলোচনা করো।
৩. “ধ্বংস দেখে ভয় কেন তোর?” – উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো।
৪. এই কবিতা অবলম্বনে কবির মানসিকতার পরিচয় দাও। / কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।
৫. কবি কাদের প্রদীপ তুলে ধরার কথা বলেছেন?
সিন্ধুতীরে
১. ‘মাঞ্জস’ কোথায় ছিল? সেটি কথায় ছিল?
২. কত সময় ধরে সখীরা অচৈতন্য কন্যাদের চিকিৎসা করছিল?
৩. ‘টঙ্গি’ শব্দের অর্থ কি? পঞ্চকন্যা করা? তারা কিভাবে চেতনা ফিরে পেল?
অস্ত্রের বিরুদ্ধে গান
১. কবিতায় বক্তা কোন গানের বর্ম গায়ে পরেছেন?
২. কবি কোথায় রক্ত মোছেন? কবি কখন হাত নাড়িয়ে বুলেট তাড়ান?
৩.’ ঋষিবালক’ বলতে কাকে বোঝানো হয়েছে?
৪. এই কবিতার সারমর্ম সংক্ষেপে লেখ।
হারিয়ে যাওয়া কালি কলম
১. কালি কলমের প্রতি ভালোবাসা ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো।
২. কিভাবে লেখক কালি তৈরি করতেন?
৩. “তাঁরা হয়তো বুঝবেন….. কী সম্পর্ক” – ‘তাঁরা’ কারা? বক্তার সাথে কলমের সম্পর্ক কেমন ছিলো?
৪. ‘দোয়াত’ বলতে কী বোঝায়? লেখক শ্রীপান্থের আসল নাম কি?
৫. কালি কলম প্রসঙ্গে লিখতে গিয়ে লেখকের কোন বল্যস্মৃতি মনে পরেছে?
৬. প্রাবন্ধিক কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর কেন বলেছেন?
বাংলা ভাষায় বিজ্ঞান
১. “আলংকারিকগন শব্দের ত্রিবিধ কথা বলেছেন” – এই ‘ত্রিবিধ’ ধারা সম্পর্কে আলোচনা করো।
২. পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? বাংলায় চালু কথাটি কী?
৩. পরিভাষা বলতে কী বোঝায়? প্রাবন্ধিক পরিভাষার উপর গুরুত্ব দিয়েছেন কেন?
৪. “কিন্তু বৈজ্ঞানিক….. ততই ভাল” – কী কম থাকার কথা বলা হয়েছে? সেই বিষয় গুলি আলোচনা করো।
সিরাজদ্দৌলা
১. নবাব সিরাজদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতির কারন কি?
২. নবাব সিরাজের বিরুদ্ধে রাজবল্লভ, জগৎশেঠের অভিযোগের মূল বক্তব্য কি ছিল?
৩.” আমার এই অক্ষমতার……. ক্ষমা করো” – বক্তা কাদের কাছে, কোন্ অক্ষমতা প্রকাশ করেছেন?
৪. “…. শুধু এই আশ্বাস দিন” – বক্তা কি আশ্বাস প্রত্যাশা করেন?
৫. নাট্যকার পলাশি কে রাক্ষসি বলেছেন কেন?
৬. এই নাটক অবলম্বনে মীরজাফরের চরিত্র আলোচনা করো।
কোনি
১. লীলাবতীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তার বিদ্রোহী হওয়ার কারন কি?
২. এই উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ সিংহের চরিত্র বিশ্লেষণ করো।
৩. কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল, তা লেখ।
৪. গঙ্গার ঘাটে বারুনির দিনের চিত্রটি বর্ননা করো।
৫. “ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ” – কখন, কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল?
৬. কোনির কঠিন ট্রেনিং এর বর্ণনা দাও।
ব্যাকরণ ও বঙ্গানুবাদ এর জন্য গত কয়েক বছরের টেস্ট পেপার ও প্রশ্ন পত্র প্র্যাকটিস করো।
সংলাপ : ১. কলকাতা বইমেলা নিয়ে দুই বন্ধুর কথোপকথন ২. বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর কথোপকথন ৩. ছাত্র ও শিক্ষকের সম্পর্ক বিষয়ে দুই বন্ধুর কথোপকথন ৪. পথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই বন্ধুর কথোপকথন ৫. ইন্টারনেটর সুফল ও কুফল নিয়ে কথোপকথন ৬. প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ ব্যবহারে পরিবেশ দূষণ নিয়ে আলোচনা ৭. স্কুলে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা আছে এই নিয়ে দুই বন্ধুর কথোপকথন ৮. অতিরিক্ত দ্রব্য মূল্য বৃদ্ধি
প্রতিবেদন : ১. রক্তদান জীবনদান ২. নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ৩. রাজ্যজুড়ে অরন্য সপ্তাহ পালন ৪. বিশ্ব যোগ দিবস পালন ৫. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ৬. মোবাইল ফোনে কথা বলার সময় রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু ৭. পথ নিরাপত্তা সপ্তাহ পালন
প্রবন্ধ রচনা
১. বিজ্ঞান ও কুসংস্কার ২. শিক্ষাবিস্তারে গণমাধ্যমের ভূমিকা ৩. খেলাধুলা শিক্ষার অঙ্গ ৪. পরিবেশ দূষণ ও তার প্রতিকার ৫. সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা ৬. মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ৭. জাতীয় সংহতি ৮. তোমার প্রিয় মহাপুরুষ ৯. একটি মেলার অভিজ্ঞতা ১০. একটি ভ্রমনের অভিজ্ঞতা
** সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুটিয় টেক্সট বই পরতে হবে। এর কোনো সাজেশন হয় না।
Madhyamik 2018 Bengali Suggestion Madhyamik 2018 Bengali Suggestion Reviewed by SGMoviesHD on May 28, 2018 Rating: 5

No comments:

Theme images by merrymoonmary. Powered by Blogger.